কবিতা - চন্দ্রানী চৌধুরী


মা-শ্রমিক

 

সবুজ ঢেউয়ের মাঝে আঁকাবাঁকা সোজা পথ 
চারদিকে ছড়িয়ে পড়েছে পড়ন্ত রোদ্দুর 
তারই মাঝে পিঠে ঝুড়ি বুকে শিশু নিয়ে 
ওরা মা-শ্রমিক
বুকে ভরে লড়াই আর স্বপ্নের সমুদ্দুর
সবুজে ঘেরা চা-বাগান ক্রমশ ধূসর হলে
ইচ্ছেরা সব কান্নায় মিশে যায় 
বঞ্চনা আর অনটনে লেখা শ্রমের সংসার
শুধু ঢাকা পড়ে তাড়ি আর হাড়িয়ায়
তবু দীর্ঘশ্বাসের আগুন মাঝে 
ওরা বেঁচে থাকে স্বপ্ন আশায় 
গোধূলি আলোয় আগামীর ছবি এঁকে 
তাই স্বপ্ন- ফানুস ওড়ায়
দুটি পাতা একটি কুঁড়িতে বাঁধা জীবন 
মায়ের আঁচলে পায় ওম
ভালোবাসার সাত রং মেখে গায় 
শুধু জীবন খুঁজে ফেরে ওরা সারাক্ষণ।

 



Comments