কবিতা - জয়তী কুন্ডু

ইচ্ছে

 

পূর্ণতাকে আমার ছুঁয়ে দেখা হয়নি 
কিভাবে সে তার বৃত্তকে পরিপূর্ণ করে ,
পূর্ণতা ধীরে ধীরে ঋদ্ধ হয়ে ওঠে 
যখন তার সব পাওয়া হয়ে যায়….
তাইআমার পূর্ণতাকে ছোঁয়া হয়নি !!
 
 
অনেক বাকিঅনেক অদেখা,
অনেক ঘাত - প্রতিঘাতঅসম্পূর্ণ লেখা,
আমার অসম্পূর্ণতার মাঝেই বসত,
মলিনতা সর্বক্ষণ হাত ধরে থাকে,
হতাশারা ছায়াসঙ্গী হয়,
বুকে থেকে থেকে বাজে করুন সুর
যে সুরে ছেয়ে থাকে আমার অন্তঃপুর।
 
 
ইচ্ছে আছেএকবার অন্ততঃ ছুঁয়ে দেখবো পূর্ণতাকে---
কেমন হয় সেকতটা রঙিন….
যখন কোনো অসম্পূর্ণতা থাকবে না 
করুন সুর বিদায় নেবে অন্তঃপুর থেকে 
মলিনতা হাত ছেড়ে চলে যাবে,
হতাশারা সঙ্গীহীন হবে,
যখন আমার যাপন হবে হরষের মাঝে….
ঠিক তখনআমি ছোঁবো পূর্ণতাকে,
আমার স্বপ্নকেঠিক ছোঁবো।।



Comments