কবিতা - সংঘমিত্রা রায়চৌধুরী


টুনটুনি

 

একটা টুনটুনি রোজ আমার  রান্নাঘরের জানলার সামনে গোলাপজাম গাছটায় এসে টির টির টির করে ডেকে ওঠে। জানি না কী চায়! কি কিছু বলতে চায় আমাকে? কেনই বা রোজ একই সুরে ডাকে! ওইটুকু একটা পাখি, পাতার আড়ালে গেলে খুঁজেই পাই না, ডাক শুনে বুঝতে পারি ---


আমার সাথে লুকোচুরি খেলে! আমি রান্না ফেলে  দেখি ----  দেখি  মুহূর্তে ছুটে পালায়  ----


আমি মুহূর্ত টাকেই ধরে রাখি  



Comments