কবিতা - সুলেখা সরকার


ছুটি 

 

ছুটি চাও

তবে ধর্মীয় রীতি খুলে রাখ। 

পৃষ্ঠার মত উল্টে যাক ঠোট। 

ঢাকেশ্বরী মন্দিরে বেজে উঠুক সহস্র ঢাক যন্ত্রণায়।

মন নেই বলে বুক ব্যথা হয়না 

পুতুলের মতো বোবা চিৎকারে স্থির থাকি।

জড়িয়ে ধরি ধূধূ মাঠ, মাঠের প্রলাপ 

আসলে তোমার ভেতর প্রবেশ করি 

যেখানে ঘুমিয়ে থাকে আমার রেণু। 

অরণ্য থেকে আগুন হয়ে যাও। 

এযুগ আমার 

যুগ সঙ্গমের 

যুগ স্ত্রীর কোলে বহুকাল শুয়ে থাকা পুরুষের। 

অধর্ম, যা পোড়ায় ভালোবেসে 

তারই আস্বাদনে ম্লান হয়ে যাই ক্রমে বিবর্ণ। 

গ্রহ কেঁদে ফেলে কাব্যে। 

 

 

আগন্তুক, তুমি কতটা জানো

বহুকাল পার করে এসো এই বুকে

তোমায় ছাড়া পৃথিবী অচল।




Comments