কবিতা - দেবব্রত দাস


প্রস্তুতি

শরীর থেকে প্রস্তুতি নিয়ে পাতারা যেমন বেরিয়ে আসে প্রকাশ্যে বেরিয়ে আসে — পাখিদের চুম্বনে আঁকা নিজস্ব ভূগোলে। যেভাবে প্রস্তুতির ভেতর ঝর্ণা আবরণ খুলে নদী হয়ে যায় পাথরে আহত কিছু ব্যঞ্জনা রেখে ফিরে যায় আদিপুরানে আমিও ঠিক প্রস্তুতি নিচ্ছি তোমার হৃদয়ে যাবার। তোমার হরিত নির্জনতায় একাকী মৈথুনে যাবার। আমার চারপাশ দেখছি তাই বিহ্বল সুর থেকে ফিরে গিয়ে বরুণফুলের মতো রঙিন হচ্ছে।

Comments