কবিতা - বিদ্যুৎ রাজগুরু



সন্ধ্যার আকাশে 

   

মেঘছায়া চারিদিকে

পাথরের চাঁই বুকের উপর

তবুও রক্ত গান গায় ধমনী শিরার ভেতর

নম্রতায় নুয়ে পড়ে যাপনের সব কিছু 

অনন্তকাল

একা মনে হয় নিজেকে শুধু

ভেঙে চৌচির করি সূর্যসকাল

বনজ ঘ্রাণে খুঁজি আদিম সত্য যা কিছু

নদীর নব্যতায় হাঁটি পিছু পিছু

মনের গহীনে গুছিয়ে রেখেছি সব 

সন্ধ্যার আকাশে এক ঝাঁক পাখির কলরব৷




Comments

Post a Comment