কবিতা - সুমনা দত্ত (ঘোষ)


মৃত্যু

  

দেহটার পাশে ইতস্তত ছড়িয়ে আছে কিছু ফুল,

নাকে গোজা তুলো, চোখে  তুলসিপাতা,

পাশেই জ্বলছে একমুঠো সুগন্ধী ধূপকাঠি!

তবু একটা পঁচা বিশ্রী গন্ধ নাকে এসে লাগছে।

দূরে একটা কাক বিরক্তিকর একটানা ডেকে চলেছে শুধু,

হয়তো হবিষ্যির চালকলার জন্য তর সইছে না আর।

দেহ ঘিরে কিছু ছলছল চোখ আর আহা উহু শব্দের মিছিল।

অথচ বেঁচে থাকতে ..........!

হয়তো বা জীবনের থেকে মৃত্যুর সাথে মানুষের সখ্যতা অনেক বেশি!

তুলসীতলায় জড়ানো সুতো আর প্রদীপ নিঃশব্দে ঠোঁট টিপে হাসে,

খুলে নেওয়া নেমপ্লেটে আচমকা  একটা নাম মুছে যায়!

চুনখসা দেওয়াল, চুঁইয়ে পরা ছাদ সব দেখে চুপ করে।

কারণ তারাই শুধু জানে দেহটার মৃত্যু হল এখন , তবে মানুষটার অনেক আগেই!!


Comments