কবিতা - খুরশিদ আলম


সংকেত


একটা ভাঙা রিংটোন বাজতে বাজতে ভোর হয়ে এলো। ত্রিসীমানা ছাড়িয়ে দখল নিলো শেষ অবয়বটুকু। সামনে-পিছনে ফেরার দ্বিতীয় কোনো রাস্তা নেইনেই কোনো ফাঁক। নির্দিষ্ট ছকের মধ্যে জড়িয়ে আছে পা। খোদাতায়ালা এখানে শেষ নিঃশ্বাসের নামএকটা স্বর্গীয় আশ্বাস!চোখে-মুখে নিঃশব্দ বাতাসের উষ্ণতা দৃষ্টি, পা বাড়াচ্ছে ঘড়ির কাটার দিকে সময় চেয়ে আছে তীব্র এক ঝাঁকুনির দিকে যা থেকে বেড়িয়ে আসতে পারে দহনের বিস্ফোরিত সমস্ত কাঠ কয়লা আমার ভেতরে অলৌকিক কোনো শক্তি নেই, দৈববাণী শোনানোর মত তৃতীয় কোনো ডাক নেই। ম্যাজিক, মিরাকল একটা ধোয়া। কেবল বুকের ভেতর আশ্চর্য শব্দ সিগন্যাল দিচ্ছে কোনো এক আলো-আঁধারি  সংকেত।


Comments