কবিতা - সুবীর সরকার September 18, 2021 Get link Facebook X Pinterest Email Other Apps অর্গান কোন শোকমিছিলেই আমি আর যাই না। কার্নিশে চাঁদ আর বেড়াল। ভাঙনের আগে নদীর ছবি তুলে রেখেছি রুলটানা কাগজে আঁকা আছে পালতোলা নৌকো অর্গানে হাহাকার। জঙ্গলভর্তি পাখির ডাক। আমি তো বৃষ্টির ভেতরে ঘামি ঘুমের মধ্যে কেমন ঢুকে পরে আপেল খাবার দৃশ্য Comments ফুটবল TIMESSeptember 18, 2021 at 7:20 PMঅন্য স্বাদের অনুভূতির কবিতা। লা জবাব। ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
অন্য স্বাদের অনুভূতির কবিতা। লা জবাব।
ReplyDelete