কবিতা - মানস রায়


ফরেজ

 

সবুজ খুঁজতে অনেক দূরে যেতে হবে কাল 

চার দিকে থিক থিক করে কংক্রিট

শহুরে কবির মন খারাপ হয় 

প্রশ্বাস এর মত হাতরায় সেই রং

তোমার আমার মহানগরীর 

উঁচু উঁচু ইমারতে, আঁকা থাকবে উদ্যান 

হয়ত সেরে উঠবে অসুখ কৃত্রিমতার হিপনোটিজমে


Comments