কবিতা - বিকাশ দাস (বিল্টু)


জীবন ও তার বৃত্তান্ত


একটি তীক্ষ্ণ সাইরেন বেজেই চলছে এই নিথর বুকে। থেকে থেকে জোরালো আওয়াজ। ফ্ল্যাশ লাইটের ঝলসানো আলো। ঝলসে দিচ্ছে আমার মুখ।
 
 
আমি মুখোমুখি হই দরজার সম্মুখে। একটি দ্রুত গতির ট্রেন পাস কেটে গেল সবে। আমার চিৎকার শীৎকার দিয়ে ওঠে। তীক্ষ্ণ হয়ে ওঠে হৃদ কম্পাঙ্ক।
 
 
গুমরে থাকা আত্মার ক্রন্দন স্টেশনের পর, স্টেশন ছাড়িয়ে এগিয়ে চলে শেষ গন্তব্যের পথে। মাঝে ফ্ল্যাশ লাইটে দেখা জীবন তার বৃত্তান্ত।

Comments