কবিতা - নীলাদ্রি দেব


ফেয়ারনেস ক্রিম 

 

সত্যিই কি প্রশস্ত এই পথ!

দেহজ দৈর্ঘ্য আর কত কমাব?

মানুষ ডিঙিয়ে যায় মানুষ 

অভ্যেসে 

তারাদের আলো ধার করে কতদিন!

উপগ্রহ ঢেকে দিলেই হারিয়ে যায়

                        ফেয়ারনেস ক্রিম



Comments

  1. আমাদের ইঁদুর দৌড়, রেষারেষি এই ব্যস্ততা, মেকি চটক সময়ের কাছে অর্থহীন। কবিতাটি সেই কথাই বলে। অপূর্ব।

    ReplyDelete

Post a Comment