কবিতা - তৌফিক জহুর


মুখোশ

 

মুখোশ পরে নিলাম গতরাতে

রাজা তুতেন খামেন সোনার মুখোশ পরে

রাজ্য শাসন করেছেন

প্রিয়তমা নারী আনাখসেনামেনের বাহুডোরে যখন

ছিলেন তখনো মুখোশের আড়ালেই প্রকাশ করেছেন 

ভালোবাসার সকল সরল ধারাপাত 

 

 

একটা নীল আকাশ আর মেঘবালিকার বাম হাত 

শক্ত করে ধরে সাগর পাড়ি দিতে যেয়ে এই মাঝ দরিয়ায়

হঠাৎ মনে হলো পেছনের অন্ধকার বুঝি চিনে

ফেলেছে আমার ছায়া

 

 

আমিও রাজা তুতেনখামেনের মতো মুখোশ পরে 

আমার আনাখসেনামেনের বামবাহু ধরে

পাড়ি দিতে চাই সাগর আর অন্ধকারের অশুভ

বিল্লির কন্ঠস্বর

 

 

ফারাও রাজার মতো পিরামিডের হিমশীতল গুহায়

রাত কাটাতে চাই না প্রভু

রাতের আকাশে তারার নাচন আর চাঁদের 

রোমাঞ্চকর আলোর বৃষ্টিতে ভিজতে ভিজতে 

আমি আমার মেঘবালিকা কে নিয়ে

অসমাপ্ত গল্পের শেষ দৃশ্য আঁকতে চাই


Comments