কবিতা - নাদিরা


ব্যাক্তিগত

  

ব্যাক্তিগত আত্মালাপের পর কিছুটা প্রশস্ত পথে হাঁটি 

ভুলে যাই রাগ দুপুরের কান্না ঘুঘুর ডাক 

আবার কিছুটা স্রোতস্বিনী হয় আমাদের নদী

নৌকা ভাসিয়ে দিই; জানিনা আদতে লক্ষ্য কতটা অস্থির। 

 

 

সন্ধ্যার ঝিঁঝির ডাকে দেশজুড়ে একধরনের খিদে নামে 

নিজস্ব পুরুষের দুঃখের গন্ধে ভরে যায় ঘর - বাতাস 

আমি বুকের কাপড় খুলে রক্তহীনতায় মৃত শিশুর মুখঢেকে দিয়েছি

আমার এখনও বহু নদী পার হওয়া বাকি;

আমি একপাশে খরা রেখে ভাঙাচোরা জীবনের নীলাভ গল্প শোনাই  

 

 

পৃথিবীর সবদিক থেকে ধেয়ে আসে ঘূর্ণির মতো প্রেম.... 

খিদে বা কান্নার পর বিকেলের আলোয় আলোর খসড়া লিখতে বসি...


Comments