কবিতা - মনামী সরকার



উপলব্ধি

 

রাতের আধার ঘন হয় যত উজ্জ্বল হয় আকাশের তারা গুলো ততো।

আমি অপলক চোখে মুগ্ধ হয়ে দেখি আর ভাবি না জানি ওরা কত সুখী।

তারি মাঝে খসে পড়ে দু একখানা তারা,

মন বুঝেনেয় অবিনশ্বর নয় ওরাও।

মাটির নিচ থেকে উঠে আসে যে খনিজ

কাঁটাতারের বেড়া বলে দেয় সে হবে আমদানি না রপ্তানি।

আলোকে পিছনে ফেলে এগিয়ে যাই যত

নিজের চেয়ে নিজের ছায়ার দৈর্ঘ্য হয় ততো।





Comments