কবিতা - রুমকী দেব


মধ্যবিত্তের জীবনকথা

 

সাধে বড় সাধ্যে ছোট

জীবনভর খাটুনি খাটো,

 

আশানুরূপ ফল জোটে না

বেহায়া আশা পিছু ছাড়ে না,

 

বাঁচা শুধু স্বপ্ন নিয়ে

বাস্তবতায় ঠোকর খেয়ে,

 

বাবা মায়ের নেইকো আয়েশ

ছেলেমেয়ের ফাই ফরমেশ,

 

জোয়ান ছেলের কষ্ট ভাসে

বৃদ্ধ বাপের হা-হুতাশে,

 

বেকার সে তো বলবারই নেই

সাকার হলেও হারায় যে খেই,

 

বিয়ে শাদী বালাই বড়

না করাতেও নিন্দে ঝড়ো,

 

শৈশবেতে আবদারে 'না'

শেষ বয়সেও হিসেব টানা,

 

মাঝবয়সে বেজায় জ্বালা

হরেক পথে কড়ির খেলা,

 

গরীব তবু চাইতে পারে

ধনীর টাকা সুদে বাড়ে,

 

লজ্জা-শরম ইমান ধরম

বিসর্জনে পোড়ায় মরম,

 

শ্যাম রাখি না রাখি কূল

জীবন যেন আস্ত শূল,

 

উড়তে মানা  হারতে মানা

মধ্যবিত্তের নেইকো ডানা,

 

গড়িয়ে গড়িয়ে চলছে দেহ

গোলকধাঁধায় শুধুই মোহ,

 

ভাবনা চিন্তা লড়াই সার

দেখতে দেখতে জীবন পার।

 


Comments