কবিতা - সুলগ্না বাগচী


চিরন্তন 

 

ভেবে গেছি সীমাহীন , দুরূহ যা 

কাছে যেতে যেতে দেখি গোধূলি ছেড়ে গেছে রাত 

শুধু কত কি ভেবেও করে ওঠা হলনা কখনও 

ভীতু বেড়াল ঘুরঘুর করে পায়ের কাছে 

ভয়ও তো স্থানান্তরযোগ্য 

 

 

ভাবা আর করার মাঝে যে দেওয়াল

সেখানেই জন্ম নেয় চিরন্তন



Comments