কবিতা - শীতল চট্টোপাধ্যায়


চলল হেঁটে

  

ডাকছিলি তাই নিচে নেমে এইতো এলাম কাছে,

বলনা, গোপন কী কথা তোর বলার জন্য আছে

তোর ডাকেতে অনেক-অনেক দূর পেরিয়ে তবে,

পৌঁছে যেতেই তোর সামনে দেখ দাঁড়ালুম সবে

ছেলেটা ওর মুখের দিকে তাকায় দেখে ওকে,

আনন্দ আর লজ্জা মেশা চোখ রাখে ওর চোখে

ছেলেটাকে বলল -এই..., হাঁটনা আমার সাথে,

চলনা রাস্তা-মাঠ পেরিয়ে ওই দিগন্ত গা'তে

দিগন্তকে ছোঁয়ার পরেও দূরে যাব আরও

থাকব না আর খুঁজে পাওয়ার দৃষ্টি সীমায় কারও

ইতস্তত ছেলের মুখে নেই যে কোনো ভাষা,

শুধু দু'জন-দুজনকে দেয় ঠোঁটের মিষ্টি হাসা

একটু করে লজ্জা ভাঙে একটু এগোয় ছেলে,

দাঁড়িয়ে থাকার ওরও ডানা বাড়িয়ে দেয় মেলে৷

হাতকে ধরে মেলল দু'জন হারানোরই দৃষ্টি,

দু'জন ওরা চলল হেঁটে ছেলের মন বৃষ্টি ৷


Comments