কবিতা - নীলাদ্রি দেব


আর্তনাদ

স্বপ্ন ভাঙতে ভাঙতে ছোট হয়ে আসছে সাধের কমলা বাগানে পরিযায়ী পোকা এসে বসে কোথায় কোন মহল্লায় শোনা যায় মানুষের ঘন সুর
অতএব আমরা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আছি 
পতাকা ফ্যাকাসে হয়ে আসে 
ন্যাপথলিনের তীব্র গন্ধ 
তবু মাথার পোকা নড়ে গেলে 
       অনবরত পান করতে থাকি নিজস্ব আর্তনাদ

Comments