কবিতা - সুলগ্না বাগচী


তারা খসা

প্রতিদিন রাত থেকে তুলে রাখি ধ্রুবতারা যাদের আর কোথাও যাওয়ার নেই ফিরে যায় তারা আক্ষেপের কাছে কত স্রোত নদীর জলে টুপটাপ খসে পড়ে তারা

প্রার্থনায় মনে পড়ে যায় 
কি কি পাওয়ার কথা ছিল কখনও

তারপর একান্ত আলাপ - চুপচাপ 


সব পেয়ে গেছি কল্পনা করে, 
কখনও তারা খসা দেখে যেতে হয় মন দিয়ে৷

Comments