কবিতা - বিপ্লব ভট্টাচার্য্য



সাতচল্লিশ সাল 


সাতচল্লিশ সাল তুমি কেঁদোনা-
আমি জানি...
তোমার সৌভাগ্যের শিলালিপি আজ বিবর্ণ
সামনে পড়ে আছে অবক্ষয়ের ছেঁড়া ইতিহাস,
পিছনে লুদ্ধতার উদ্ধত মুষ্টি।
একদিকে বাঁচার করুণ আর্তনাদ,
আর অন্য দিকে বিভীষিকাময় ভয়ঙ্করের উল্লাস।


এরই মাঝে দেখেছি হাজার শিশুর রক্তনদী—
চারিদিকে শুধু ধর্ষণ, খুন, ধ্বংস...
মায়ের কোলে মৃত সন্তানের লাশ,
অষ্টাদশী যুবতী মুছে চলেছে সিঁথির সিঁন্দুর।
বোনের সামনে পড়ে আছে
রাখী পরানো ভাইয়ের কাটা হাত।
লোভী মানুষের থাবা কেড়ে খাচ্ছে ক্ষুধার্তের ভাত,
তাই তোমার চোখে আজ শ্রাবণের অবিশ্রান্ত ধারাপাত।


আবার কবে আসে সেইদিন—
আমরা সবাই উচ্চস্বরে বলতে পারবো...


সাতচল্লিশ সাল তুমি কেঁদোনা...
তোমার দুঃখের দিনমণি এবার অস্ত যাবে,
ঐ চেয়ে দেখো—
পূবের আকাশটা ক্রমশ উজ্বল হচ্ছে...

Comments