কবিতা - বাবলি সূত্রধর সাহা


চোখ

যদি চোখের জল বুকের মাঝে নদী হতে পারত তবে বিষাদের শিরোনাম বদলে যেত। যদি মনের পলি শরীরের মধ্যে জমি হতে পারত তাহলে আবাদের সংজ্ঞাও পুনর্নির্মিত হতো। অথচ এই চোখেই জ্বালাতে চেয়েছিলাম স্ব-অণ্বেষনের আগুন।

Comments