কবিতা - সঞ্জয় সোম


জলজাত শব্দ

নির্জনতায় আমরা মুখোরিত শব্দ খুঁজেখু্ঁজে গুছোই হতাশা লিখি না কান্না লিখি না লিখি নদীর জল আমরা রাত্রির দেওয়াল ভেঙে দেবো আমাদের নতুন শব্দে ভালো লাগে না আমাদের নষ্ট গ্রহ তারা চোখ তুলে দেখি না সে দিকে দেওয়াল ভেঙে আমাদের পুব আকাশে
লাল টুকটুকে সূর্য উঠছে

কবি জলের দিকে তাকিয়ে মনে গেঁথে নিয়েছে
                                                    সূর্যের ছবি

একমাত্র কবিই জানে
আমাদের জলজাত শব্দের কোনও বিকল্প নেই

Comments