কবিতা - অংশুমান চক্রবর্তী


অন্ধকার


যে নারী প্রতিদিন পুরুষ বদলায়
পায়নি সে ভুলেও বিরহ-স্বাদ,
রাত্রে হয়ে ওঠে উন্মাদিনী প্রায়
কপালে এসে বসে নরম চাঁদ।


ক্লান্তি চোখে মুখে, তীব্র খিদে নিয়ে
যায় সে কোন পথে? জানে না কেউ,
ফেরে সে একা একা গোপন পাড়া দিয়ে
শরীরে ওঠে-নামে তুমুল ঢেউ।


মুখের রং জানে, কঠিন প্রচ্ছদ
কোথায় কত রেখা, জানে সেটাও,
অথচ বুক জুড়ে যেন গভীর হ্রদ
তরণী কে ভাসালে? সঙ্গে নাও।


যে নারী প্রতিদিন পুরুষ বদলায়
দীর্ঘ শোক ছাড়া কী আছে তার?
আলো তো ধীরে ধীরে কালোর দিকে যায়
আকাশে তারা গোনে অন্ধকার।

Comments