ছড়া - দেবাশিস ভট্টাচার্য


ছড়ার ডালি

এটা আমার ছড়ার ডালি নানান ছড়া আছে হাত দিও না কারও গায়ে রাগ করবে পাছে।

তোমার মতো ছড়াও আছে 
লেখাপড়ায় ভালো
ওই ছড়াটা ছবি আঁকে
গায়ের রংটা কালো 


কিপটে ছড়া দেখলে ডাকে
শোন এদিকে আস
চকলেটটা পকেটে রাখ 
কাল সকালে খাস 


ওই যে ছড়া তোমার ডানে 
তাকিয়ে দেখো ওঁকে
লেখা পড়া করে না তাই 
ওর মা ভীষন বকে।


ওই যে ওটা গিন্নি মত
লাজুক ছড়া বটে
থাকতে ভীষণ ভালবাসে
বিবির মত পটে।


আরও অনেক ছড়া আছে
মিষ্টি, তেতো, ঝাল 
আজকে ওরা নেই ডালিতে
চাইলে পাবে কাল।

Comments