কবিতা - সোমা সেন


কথা হত 

           

তোমার সঙ্গে কথা হত 

কারণ ছাড়াই শর্তগুলো

বুকের কিড়ে দিব্যি দিত 

তোমার সঙ্গে কথা হত 

 

 

বলতে গেলে অকারণে 

সবটা জেনে শর্ত মেনে 

অনেক দিনের গোপন ক্ষত 

অনেক কথা বিস্তারিত 

 

 

কিংবা মনের আনন্দটা 

এগিয়ে যেত ঘড়ির কাঁটা 

থামতে গিয়ে আবার চলা

জীবন মরণ সবটা বলা

 

 

যা ইচ্ছে তাই টপিক যত 

তোমার সঙ্গে কথা হত 

একাই ছিলাম আপন মনে

আশেপাশে সবার সনে

 

 

ওরা যে যার নিজের মতো 

স্বার্থ  আগলে  সুরক্ষিত 

ওরা এখন হারিয়ে গেছে 

কেউ বেঁচে নেই সবাই গত 

 

 

ঘাসের জমিন ভালোবেসে 

আলের ধারে ক্ষেতের পাশে 

দিনের শেষে ফেরার পালা 

সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালা

 

 

সন্ধ্যা প্রদীপ তুলসীপাটে 

সলতে জ্বলে হাওয়ায় কাটে

ছিপ নিয়ে কে পুকুরপাড়ে 

যায় না দেখা অন্ধকারে 

 

 

তোমার সঙ্গে  সংগোপনে 

দাড়ি -কমা  হারিয়ে যেত 

উজাড় করা রাত স্বপনে

কথা হত, কথা হত।


Comments