কবিতা - তৌফিক জহুর


উষ্ণতা এক মগ লাল চা ও তুমি

"Everytime I look into your eyes, I see my paradise The stars are shining right up in the sky... Painting words or desingns.. Can this be real, are you the one for me You have captured My mind, My heart, My soul on earth... You are the one waiting for... Everytime I look Into your eyes, I see my paradise stars are shining right up in the sky, painting words or designs.............."


এলোমেলো চৈত্রের দুপুরে সুনসান নীরব চারিদিক
অলস মানুষেরা ঘুমিয়ে আছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে 
আমি শরীরে রোদের বৃষ্টিকণা মেখে
জবজবে কাকভেজা হয়ে
তোমার উঠোনে গিয়ে দাঁড়াই তৃষ্ণার আগুন নেভাতে
ঠিক তখনই ঝমঝম রোদের এলোপাতাড়ি বৃষ্টিতে 
ঠোঁট কাঁপতে থাকে, মুদে আসে চোখের পাপড়ি 
দেখি, দখিনা দুয়ারে দাঁড়িয়ে লাল সালোয়ার কামিজ


চেয়ারে বসতে দিয়ে এগিয়ে দাও
ভেজা চুলে জড়ানো তোয়ালে,
শরীর বেয়ে ঝরে যাওয়া রোদের চুম্বন মুছতে যেয়ে
সহসা আমার শরীরে পেলাম বেলিফুলের গন্ধ
তরঙ্গায়িত বিদ্যুতের মতো দেহের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায়
গন্ধম আহবান 
তৃষ্ণার্ত চোখ পাহাড়ের চূড়ায় টর্চ জ্বালায়


এক মগ লাল চা যেন বেহেশতের সারাবান তহুরা
যে চা এসেছে তোমার হাতের ছোঁয়ায় 
যে চা এ মিশে আছে শরীরের উষ্ণতা 
যে চা এর রঙ তৈরি হয়েছে তোমার ঠোঁটের স্পর্শে
প্রতিটি চুমুকে হয়ে যাই দিওয়ানা


হে আমার সতেজ পাতাবাহার,
একটা যৌবন হাঁটু গেড়ে বসে আছে তোমার সামনে
একটা যৌবন আকাশ হয়ে যায় তোমার দেখা পেলে 
তোমার কদম বাগানে মাথা রেখে আমি হয়ে যাই
পৃথিবীতে বেঁচে থাকা সর্বশেষ প্রেমিক।

Comments