কবিতা - দেবশ্রী রায়


মৃত্যু দেশ


আর কতদিন 

কতগুলো ক্ষত, পোড়া দেহ!

কোথাও তো গিয়ে একটা শেষ হওয়া চাই 

কাউকে তো কোনও দিন বলা চাই সোচ্চার

এই নদী-জল-মেঘ, পাখিদের গান 

সবেতেই ওদেরও আছে সম অধিকার।

 


দেশ কাহিনী লেখে

ওঁরা লেখে রূপকথা আরও কত কিছু

কেউ তো সাহসী কলমে সত্যিটা লিখুক

নাভি থেকে উঠে আসা অপেক্ষার আগুন 

নিভে যাওয়া কাঠ, এই ঘোর নীল দেহ

স্পষ্ট হোক আয়ুরেখা, পাহারায় ঘুম।

 


প্রতিটি মৃত্যুর গায়ে দাগ লেগে থাক

শরিয়ত বুকে নিয়ে 

জারি হোক পরোয়ানা  দেশ সবার।

Comments