কবিতা - বঙ্কিমকুমার বর্মন



মহাদেশে

আলাপচারিতায় ঘনিষ্ঠ হলো সন্ধ্যাতারার কল্পনাময় ঘোড়া চারিদিকে শুধু অন্ধকারের উজ্জ্বল পাঠ নিয়ে দৌড়ে যায় আমি চাই সৌজন্যে তেমন আত্মীয়তার মাস মাঝে মাঝে ঢুকে যাব সম্পর্কের গতিবেগে যা কিছু অন্তরঙ্গ দৃশ্যের ভেতর ফসলের চতুর মাঠ শোনে একা ধীরস্থির। আলোর ভীষণ শ্রম, লণ্ডভণ্ড বাতাসের পোষাক ব্যাখ্যায় এলো না তেমন সদুপদেশ উজ্জ্বল তারা কঠিন এই হাতের মুঠোয় উপচে পড়ে ধানক্ষেত হে নির্বাক হৃদয় তুমি — কোন পথে ছড়াতে চাও নিজেকে, এই মহাদেশে।

Comments