কবিতা - সুজান মিঠি


উই শ্যাল ওভারকাম…!

নদীর উপর থেকে নিচ পর্যন্ত মেঘেরা একটা সাব-ওয়ে বানিয়েছে। সেখান দিয়ে প্রবেশ করে চাঁদ, তারা, ছায়াপথ পর্যন্ত। নদীর নিচে মন্থকুপে চুমো দেয় চাঁদের কুৎসিত গর্তেরা। চাঁদের পিঠে হেলান দিয়ে বসে চাঁদ বানান নীল আমস্ট্রং, এডুইন অলড্রিন। রাকেশ শর্মা সাব-ওয়ে দিয়ে নামতে নামতে বলেন উই শ্যাল ওভারকাম সামডে…! রহমত চাচার ভুতুড়ে কণ্ঠ নদীর জলে ছপাৎ ছপাৎ দাঁড় টানে… মেহের আলির জ্বলজ্বলে চোখ জিজ্ঞেস করে, 'বাবু হে..এ...এ! মাছ কিবা?'

ছায়াপথ সাব-ওয়ের সিঁড়িতে ধ্রুবতারা বসায়।
অন্ধকারে পা পিছলে যেতে পারে
গর্ভবতী পৃথিবীর...।


শকুন্তলা রহমত চাচাকে খবর পাঠাচ্ছে ছুঁড়ে
রহমত চাচা! দুষ্মন্ত রাজাকে বোলো,
স্মৃতি হারালেও ভালোবাসা হারায় না!
আংটি হারালেও না!


মেঘেদের সব-ওয়ের সিঁড়িতে অনেক যুগের পরে
ঠোঁটে ঠোঁট ডোবালেন, 
সপ্তর্ষিমণ্ডলের বশিষ্ঠ মুনি ও অরুন্ধতী।


পৃথিবীর সব উপড়ানো,কাটা,দুমড়ানো মুচড়ানো গাছ গাইলো সমস্বরে,
ওই শ্যাল ওভারকাম সামডে…!

Comments