কবিতা - সৈকত সেন


উপসংহার 


দুইয়ে দুইয়ে চার হয়েছে এখন

সবার চোখেই রঙিন চশমা

আজকাল কেউ আর 

বাঁদর নাচিয়ে খেলা দেখায় না

অনেকেই নিজের পায়ে বেঁধে নিয়েছে ঘুঙুর

স্বেদ গড়িয়ে নামছে মধু আর মদ

 

 

বেশ কিছু মানুষ সন্ধ্যা নামলেই 

নিষিদ্ধ পলীর অন্ধকার গলি হাতড়ে 

আঁচড় দিয়ে তুলে নিচ্ছে আজন্মের উৎপাদক

সেই দাগ সেই চিহ্নে থেকে যাচ্ছে 

আয়ুরেখার দুর্বোধ্য গাণিতিক সমীকরণ।

 

 

আর ভাঙা পেনদানী পাশে রেখে

আমরা ভাবছি কোনও অসমাপ্ত গল্পের উপসংহার।

Comments

Post a Comment