কবিতা - তাপস দাস চৌধুরী


ঋণ


কাজলে কেন সেজেছো আকাশী মেয়ে!

তুমি কাঁদলে তবে সব আঁধার কালো হয়ে যাবে।

তুমি রেগে গেলে সব তপ্ত রঙ্গিন--

হয়ে জ্বলে পুড়ে যাবে!

সেই সকালে পান্তাভাতের কাছে ঋণ নিয়েছি

সুদ দেবো বিন্দু বিন্দু ঘামে,

আসল ফিরিয়ে দেব সোনালী ফসলে।

কিন্তু এভাবে যদি ভাসাও কিংবা পোড়াও

যদি অঙ্কুর উৎপাটিত হয় তোমার বন্যায়-

বা শুকিয়ে যায় তোমার রোষানলে, তবে!

স্বপ্নের, ইচ্ছেগুলো কোথায় বন্ধক  দেবো মেঘ-

যখন তোমায় ডেকেছি প্রিয়!

আসোনি তখন একবারও কাছে!

কবে আসবে মাটির বন্ধু হয়ে!

বৃষ্টি হলে প্রেমের ফসল---

প্রেম - ভালোবাসা সোহাগ বাঁচে!


Comments