কবিতা - সুভান


পাগল


চামড়া ছিড়ে খুঁড়ে তুলে আনতে চাইছি প্রাচীনপূরাণ। 

চর্যাপদের গান শূন্যতা।

                        যুবতীর নাম-মন্ত্র কানে বাজে

মাদুলির মোম গলে গলে বিশ্বাস ওড়ে হাওয়ায়।

আমার কথা কাকে বলি এখন

তোমার কথাই বা কাকে বলি

 

 

যে যার নিজের ঘুঘুর ডাকে 

সাড়া দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি...

Comments