কবিতা - চৈতালি ধরিত্রীকন্যা


আত্মজ 


জল তরঙ্গ থেকে উঠে আসে

তোতাকাহিনীর ভাষা

ঝাড়ুদার পক্ষীকথনের গল্প

এখন আর আত্মজ গায় না। 

 

 

আমরা জ্যোৎস্নায় নদীর চর ধরে

এক একটি নদীর নাম আঁকতে থাকি।

ক্রমশঃ জাহাজের মাস্তুল ছুঁয়ে 

আমাদের মানচিত্রে উঠে আসে 

নগরকেন্দ্রিক সভ্যতা।


Comments