কবিতা - রিমি দে






ছায়া ও অরুণেশ            


ফিরে আসে বিকেলের স্রোত

ফিরে ফিরে আসে ঘন ছায়া

ছায়ার আড়ালে সেই মুখ

মুখের গহীনে গভীরের নাও

 


মাটি খসে গেলে নৌকায় ছায়াদের উৎসব

অরুণেশ ছায়াদি

কাঠ পাটাতনে লুকনো অক্ষর থেকে

ঝরে পড়ে অবসান

থানইঁট খাতার পাতারা অকপট

 


এই কাব্য পরিক্রমার ভেতর মৃত হয়ে

বেঁচে উঠি বারবার

 


কুচি কুচি বরফের ভেতর


Comments

Post a Comment