গুচ্ছ কবিতা - বাসব রায়



|| মরিয়া প্রেম 

 

 

ভ্রমর হয়ে ফুলের নির্যাস পেতে 

মরিয়া প্রেম 

শেষে একদিন ভ্রমর হয় প্রেম 

ফুলের পাঁপড়িজুড়ে নৃত্য চলে

সন্ধ্যা নামলে আলো-আঁধারির মাঝে 

হারিয়ে যায় প্রেম

 

 

ক্লান্ত প্রেম মিশে যায় রাতের কামনায় 

বিধ্বস্ত পৃথিবী তখন একদম নির্জনতায় 

অচেতন 

 

 

 

|| পুনর্বার

 

 

প্রত্যাশার বাতাসে দোল খায় আজন্মের 

দীর্ঘশ্বাস

ঘোলাটে চোখগুলো তাকিয়ে থাকে, বুকে তার অজস্র অবিশ্বাস;

দুর্বৃত্ত অন্তরে ক্ষতের অনবদ্য যন্ত্রণা 

আজও সেই মন্থরা জোগায়ে চলেছে একই সে মন্ত্রণা  

এসো এক হই আবার, প্রয়োজনে জন্ম নিই পুনর্বার

 

 

     

|| একান্ত অনুভব

 

 

আমি তোমার হবো না জানি 

যদিও তোমাকে ভেবেই আমার সূর্যোদয় আর সূর্যাস্ত 

প্রকৃতিতে ছড়িয়ে তোমার অপূর্ব সৌন্দর্য 

কেমন একটা ছায়াহীন প্রেম 

অশরীরী কামনা 

 

 

বিশাল আকাশের নীলে হারিয়ে যাওয়া পাখিটির বুকেও ভালোবাসার নীড় 

উঁচু পাহাড়ের বরফেও দেখি অনুভবের পায়ের ছাপ 

নদীর বয়ে চলায় দু'ধারের উর্বর ভূমি সেখানেও তোমারই প্রেম৷ 

 

 

সবুজ নীল হলুদে মাখামাখি তুমি 

বিচিত্র বর্ণে নিজেকে সাজাও 

আমি আকুল মনে তোমার দিকে ছুটে চলি -

পথের বাঁকে তুমি মিলিয়ে যাও 

আমি একা হয়ে যাই 

অন্ধকার আমাকে গ্রাস করে - 


Comments