দুটি কবিতা - সোমা সাহা পোদ্দার


অপেক্ষা


এক

 

মাউথ অর্গানে বেজে ওঠে উগাদির সকাল।

শুরুর নতুনে আমি থেকে আমরা ছাড়িয়ে দক্ষিণা হাওয়ায়।

ঘুমন্ত চুলে নরম আলোর ছাপ ভোর রঙে তুলে রাখো।

মনখারাপের পর্দা পাল্টাই কুহুক এর মতো মিঠে সুরে।

জঙ্গল বাড়ির রাস্তা এলে টিপ টিপ আওয়াজ

নির্জন দুপুর আরও আদুরে হয় বদলানোর আগে। 

স্নান আয়নায় ভাসে পাথুরে জলে অপেক্ষার পাহাড়

পথ যত দীর্ঘ হয় স্টেশন ছাড়ার আগে লিখে রাখি হলুদ পাতায়।

ঝুলন্ত ব্রিজ সাধারণ হয়ে আসে পা থেকে পায়ের গতিবেগ মিশে গেলে।

 

 

 

দুই

 

অপেক্ষারা জেগে আছে ফিরে আসার রাতে

কিছু ফুলে রোজ মৃদুবয় না দেখার গভীরে।

রোদ খোলা দরজায় আসা যাওয়া হলে 

কবেকার টুকরো মেঘের দাগ মুছে যায়।

ঝাউ পাতায় চেয়ে আছে দীর্ঘ বালিয়াড়ি

হেঁটে যাব তার সাথে বার বার।

শুকনো পুকুর আর কমে আসা নদীর বেগ

ফিরে তো আসেই জলের জল রুপে।

দিগন্তের ছায়ায় ইচ্ছেরা সাজে সেই পথ নির্মাণের।

Comments