কবিতা - সৌরদীপ বর্দ্ধন


মুক্তি 


আমার বিশ্বাস একদিন পৃথিবীর সমস্ত বিশ্বাসঘাতকদের পেট্রোলে পুড়িয়ে দেওয়া হবে সর্বসমক্ষে। 

সবাই ফিরে পাবে বিশ্বাস আর ভালবাসার মেলবন্ধন 

একদিন পৃথিবীর প্রতি কোণায় থেকে আবর্জনার  পাহাড়ে মুক্তি পাবে প্রতিদিনের দীর্ঘশ্বাস। 

মিলিয়ে যাবে আকাশে।

মুক্ত বাতাসে শ্বাস নেবে নির্ভরতা।

আনন্দে আত্মহারা শিশুদের মুখশ্রী ভেসে উঠবে শহরের প্রত্যেক সিনেমাহলের পর্দায়।

একদিন দ্বিধা দ্বন্দ কাটিয়ে মুখ গুঁজে গুমড়ে মরা মেয়েটা আর বেকার ছেলেটার হাতে হাত রাখতে ভয় পাবে না কেউ 

অভিমানে অনেকদিন না বেজে ওঠা টেলিফোনে ফের শোনা যাবে একবার পরিচিত কন্ঠ। 

যেদিন পৃথিবীর প্রতি বিশ্বাসঘাতকের রক্তনদী বয়ে যাবে, সেদিন মুক্ত হবে স্বাধীনতা, আকাঙখা।

আর জীবনে ভাসবে বিশ্ব।

 



Comments