কবিতা - নাদিরা


অকবিতা

 

ধীরে ধীরে স্বপ্নিল সকাল আসছে 

আমরা ঘুমের ভেতর কাঁচা হলুদের রঙ মেখে জাগলাম

হাইকোর্টের সিঁড়ির মতো মেজাজ.... 

তীব্র ঝাঁঝালো অতীত গন্ধে ভরা সন্তানের দুহাত। 

 

 

নিয়মানুবর্তিতা একটি বাজে কথা 

দায়সারা রক্ষনশীল শব্দগুলি মুছে সহজ হোন... 

আইনকানুন প্রথা হাস্যকর;

আপনারা কি প্রেমিকার বুকে মানচিত্র আঁকা দেখেন

যেভাবে আমি শিশুর পায়ে বেড়ি দেখি

 

 

সাইক্লোন দেখে ভয় পেতে লজ্জা করেনা আপনার

যখন মাথার ভেতরেই টর্নেডো ঘোরে

পাড়ায় পাড়ায় ঘোষণা করছে মাইকের তীব্র শব্দে.... 

"স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন"

 

 

অথচ, রিহার্সালে শেখানো হতো... 

"চোখ বুজে কল্পনা করো ভাত খেতে না পেয়ে মারা যাচ্ছো".....

Comments