কবিতা - তৌফিক জহুর

 

অন্ধকার এবং গোলাপি রঙ


একটা বিকেল কে খুব কাছ থেকে দেখছিলাম

তার গোলাপি রঙগুলো নীলাকাশে আলতা পরিয়ে

পাখিদের জন্য বাতাস ভাসিয়ে দিচ্ছিল

একটা ঘুড়ি উড়িয়ে গোলাপি রঙ 

নামিয়ে আনতে লাটাই হাতে দাঁড়ালাম 

কি আশ্চর্য গোলাপি রঙগুলো সরে যেতে লাগলো

যেন রঙের দুপাশে ডানা গজিয়েছে 

 

 

গোলাপি রঙ খুঁজতে খুঁজতে 

সন্ধ্যেবেলা একটা রাস্তায় এসে দাঁড়ালাম 

রাস্তায় কোনো মানুষ নেই 

সুনসান নীরবতা আর ঝি ঝি পোকার ডাকে

এখানে এক নতুন সন্ধ্যা হাজির

আমি রাস্তা ভুল করে এসেছি 

আমার যাওয়ার কথা শহরের শেষ বাড়িটায় 

যেখানে আগরবাতি জ্বালিয়ে একজন বুজুর্গ ধ্যান করেন

 

 

রাস্তা হারিয়ে যে বাড়িতে প্রবেশ করলাম

সেখানে কোনো বুজুর্গ নেই 

অদ্ভুত ভঙিমায় এক বৃদ্ধা দু-হাত তুলে

তাকিয়ে আছেন আসমানের দিকে

বৃদ্ধার চোখ অনুসরণ করে আসমানের দিকে তাকিয়ে

বিস্ময়ের ঘোরে দেখি

বিকেলের সেই গোলাপি রঙ বৃদ্ধার বাড়ির আঙিনা 

বরাবর স্থির হয়ে আছে

গোলাপি রঙটাকে পেড়ে আনবো বলে

বৃদ্ধার কাছে সাহায্য চাইলাম

  

দু'হাত নামিয়ে বৃদ্ধা আমাকে উঠোন ঝাড়ু দিতে বললেন।


Comments