সম্পাদকীয়, ২য় বর্ষ প্রথম সংখ্যা (জুন'২১)



 

জুন, ২০২০, আজ থেকে  এক বছর আগে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে কথালহরীর জন্ম। তাই সেভাবে কোনও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেনি তার। কিন্তু তখন মনে হয়নি এক বছর পেরিয়ে যাবার পরও কথালহরীর প্রথম বর্ষপূর্তিতে সময়টা একই রকম থাকবে। বলা ভাল সময়টা আরও বেশি কঠিন হয়ে পড়েছে। তাই কথালহরীর জন্মমাসে শুধুমাত্র কথালহরীর নিজস্ব পেজ ও ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েই "কথায়-কলমে" অনুষ্ঠানটির মাধ্যমে চলছে অনলাইন বর্ষপূর্তি উদযাপন। যাত্রা শুরুর প্রথম দিন থেকে প্রশংসা, সমালোচনা সবকিছুর মধ্যে দিয়ে কথালহরী নিজেকে পরিণত করেছে,  প্রতিনিয়ত শিখেই চলেছে। কিন্তু এইসব কিছুর থেকেও বড় প্রাপ্তি অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসা, বিশ্বাস ও ভরসা। স্ট্যাটিসটিক্স অনুযায়ী, এই একবছরে কথালহরীর মোট ভিউয়ার্স প্রায় ৩৭ হাজার। শুধু বাংলা নয় আমাদের দেশের বিভিন্ন প্রদেশ সহ পৃথিবীর আরও  ৯/১০টি  দেশের মানুষ কথালহরী পড়ছেন। এটুকুই কথালহরীর পরম পাওয়া। যাঁদের কলমে কথালহরী সমৃদ্ধ হয়েছে তাঁদের প্রতি কথালহরী চিরকৃতজ্ঞ। যে সকল  পাঠকেরা, সে সকল মানুষেরা কথালহরীকে নিরন্তর ভালোবেসে গিয়েছেন, পাশে থেকেছেন তাঁদের প্রতি রইল অফুরান ভালোবাসা ও শ্রদ্ধা। কথালহরীকে ভালোবেসে কলম ধরেছেন এমন দুজন মানুষকে (কবি লক্ষ্মী নন্দী ও কবি বিবেক কবিরাজ) কথালহরী চিরতরে হারিয়েছে, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কথালহরী তার প্রথম বর্ষপূর্তিতে।



আজ নতুন উদ্যমে, আরও অনেক বেশি মননশীল ও দৃষ্টিনন্দন 'কথালহরী'র বর্ষপূর্তি সংখ্যা জুন, ২০২১ প্রকাশিত হল। এই সংখ্যায় কথালহরীর নতুন সংযোজন "নবীন কলমের কথামালা"। যাঁরা নতুন লিখতে এসেছেন তাঁদের কাছে সাহিত্য প্রকাশের  একটি দরজা   খুলে দিতেই এই পদক্ষেপ। এতদিন ধরে যাঁরা পাশে ছিলেন, ভালোবেসে এসেছেন তাঁরা এভাবেই পাশে থাকুন, সৃজনে থাকুন এই প্রার্থনাই করে কথালহরী। 


বি:দ্র: ছবি ঋণ- অন্তর্জাল

Comments