কবিতা - গীর্বাণী চক্রবর্তী


অরণ্যতলির দিন রাত্তির 


দু'হাত বাড়িয়ে অরণ্য ডেকে যায়,অরণ্যতলির 

সতেজ সকাল ঝোরার জলে আড়মোড়া 

ভাঙে। হরপা বান নামা পথে এখন

কালচে নীল প্রজাপতিদের ওড়াউড়ি। 

বনঘুঘুদের সলাজ চাউনিতে মাঝ দুপুরের 

আগমন। থই থই রোদ্দুরে দুপুর নদীর জলে

ঝিলিক তুলে নেচে যায় রূপবতী মাছেরা। 

ঝিঁঝি  ডাকা বিকেল উদাসী সুরেলা বাতাসের

সুরে  বড়ো তাড়াতাড়ি পাততাড়ি গুটোয়। 

মায়াবী সন্ধ্যায় নিঝুম পথের ধারে সবুজ 

পাতার আড়ালে হস্তী শাবক ঘাপটি মারে। 

রাত্তির অন্ধকারে অরণ্য জাগরণের তৎপরতায়

শ্বাপদের দল। অরণ্যতলি ঘুমোয় তখন অকাতর….. 

আবার আসবে সকাল, জেগে উঠবে অরণ্যতলি

সদ্য ঘুম ভাঙা অচেনা কিশোরীর মত

দারুণ সুখে উচ্চারণ করে যাবে জীবনের বীজমন্ত্র।


Comments

Post a Comment