গুচ্ছ কবিতা - দেবশ্রী রায়

 


নদীনৌকোর গান


এক



চারপাশের চেনা সম্পর্কগুলোকে 
ধীরে ধীরে বিপন্ন হয়ে যেতে দেখি বলে
নদী ও নৌকোর মাঝখানে 
শুধু গান রেখে আসি
প্রমাণ সাপেক্ষ কোনও রসায়নের কথা
ভাবি না কোনও দিন
ভাবিনি গভীর ঘুমের আড়ালে মৃত্যুর কথা
নদীর জলে ভিজে যাওয়া মন আর মুহূর্তেরা 
বড় বেশি বিবাগী জেনেও 
স্রোতের দিকেই থাকে নৌকোর অভিমুখ
আর এপার- ওপারের শূন্যতা জুড়ে 
কেবল মায়া ও মিথ।
    


দুই



কাটাকুটি মুছে ফেলে
নোনা জলের হিসেবের খাতায় 
এখন গান লিখে রাখি
তাতে দাগ লেগে থাকার ভয় কম
লিরিক শিখে নিতে আজও 
নদীর কাছেই ফিরে যাই বার বার
নৌকোর কাছে বাঁধা সুর
আর দিগন্ত পেরিয়ে ভেসে যাবার ব্যাকুলতা 
কত সহজেই ভুলিয়ে দিতে পারে 
বিসর্জনের জল কিংবা জলের বিসর্জন-কথা
নদী নৌকা আর গান
কেমন একটা অনুচিত  
বেখেয়ালি করে তোলে আমায়
যেন স্বপ্নের সাযুজ্যে রাখা 
এক অনিবার্য সমাপতন।



তিন




প্রতিটি ভালোবাসার পেছনে 
একটি করে স্বেচ্ছামৃত্যুর গল্প থাকবে 
এমনটাও  ভাবা ঠিক নয়
অনেক ভালোবাসার ভেতরে থাকে 
নদী ও নৌকোর মধ্যবর্তী আবহমান রেওয়াজ 
রঙিন প্রজাপতিদের আনাগোনা
আর পরাগ মিলনের গোপন ইতিহাস
শুধু সিঁড়ি ভাঙার ক্লান্তি কাটিয়ে
হাঁটু গেড়ে বসে মুছে দিতে হয়
স্তব্ধতায় ঢেকে থাকা 
চোখের জলের অন্তিম বিষাদ-রেখা।


চার



অহেতুক কিছু ভাঙচুর নয়
বরং একটু স্মৃতি-কথা লিখে রাখি
জুড়ে থাকবার কথা লিখে রাখি 
জলের নিবিড়ে
যে নৌকো বহুদিন পরিত্যক্ত 
নদীঘাটে ফেলে গেছে কোনও মাঝি
তার পাটাতনে বসে জমে ওঠা আমাদের 
গান ও গল্পকথার আসর
মেঘের পরে মেঘ ডিঙিয়ে আসা নরম রোদ  
কিংবা তিরতির বয়ে যাওয়া নদীজল সাপটে  
ছুটে আসা ঠান্ডা বাতাস
আজও আলতো ছুঁয়ে দেয়
নদীর আবহে স্রোতের আদরে আদরে
দুলে ওঠা একখানি নৌকোর মতো
বৃষ্টির মিহি মৌতাত মিলেমিশে
অভিমানগুলো কখন গান হয়ে ওঠে।








Comments