কবিতা - মনোনীতা চক্রবর্তী


ফাঁদ


এত বেশি অন্ধকার কেন?

 

কেন এত তাড়াহুড়ো রাতের?

 

তুমি তো সকালের স্বরে গলা-সাধা পাখি

 

তুমি তো উত্তরের উমা; ব্রহ্ম স্বয়ং তোমার কণ্ঠে, তবে ওই অন্ধকার কেন তোমায় ছিঁড়ে-ছিনিয়ে নিল?

 

অন্ধকার অন্ধ বলে কি তুমিও কী অভিমানে এভাবে হারালে, ‘বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে’ ‘জীবন-মরণের সীমানা ছাড়ায়ে..’

Comments