কবিতা - দেবাশিস চন্দ


বেহাগবাতাস


আকাশের সঙ্গে স্বপ্নসড়কে হেঁটে যেতে যেতে
মেঘের সঙ্গে বসে বৃষ্টি দিয়ে ব্রেকফাস্ট
জমে থাকা দুঃখ তোলে শব্দের বুদবুদ
রেললাইন দুমড়ে যায় অচেনা বেহাগবাতাসে
 
 
চলে যাওয়ার আগে হেমন্তের ছড়ানো আলোয়
চাঁদকে জড়িয়ে শুয়ে থাকে শেষবেলার ছায়া
পৌষের ধানকাটা শেষে নিঃসঙ্গ মাটি ভাবে
ওঠানামার কোন অঙ্কে ছিটকে যেতে হয়
 
 
কাল রাতে কালো মুখোশের দল তর্জনী
তাক করেছিল অন্তরিনের ইথার তরঙ্গে
হেঁটে যাওয়া পরিযায়ী দুঃখআয়নায়
ধরা পড়ে পথে পথে ছড়ানো ফাঁদ


Comments