নবীন কলমের কথামালা : : কবিতা - সুলগ্না বাগচী



আমাকে যেতে হবে 


আমাকে যেতে হবে বহুদূর আরও

এখন আর কিভাবে ফিরব বলো 

কথা ছিল ফিরে যাব, কথা থেকে যায় 

মৃত নদীর মতো কথাগুলো ফুটে ওঠে প্রায়,

বেশিদূর নয় তবু অনেকটা ফেলে এসেছি 

দূরত্ব আমাদের খুব চেনা নয় 

দূরে আসা সময়ের ক্ষয়,

আমাকে যে যেতে হবে বহুদূরে আরও

এখন আর কিভাবে ফিরে যাব বলো?

তোমাকে বলেছি প্রিয়, বোঝোনি তুমি অতশত

চলে আসা জল হলে ফিরে যাওয়া বরফের মতো  



Comments