কবিতা - অর্পিতা রায় চৌধুরী


ইচ্ছে 


অভিনব কাঁচের বোতলে করে যদি বিক্রি হতো...

ভিজে মাটির সোঁদা গন্ধ?

অথবা যদি বিক্রি হতো...

গল্পের বইয়ের পাতায় লেগে থাকা কাগজের সেই উন্মাদ করা গন্ধ?

আহা!

 

 

এমনি কিছু ঘ্রাণের মাঝে আছে একটি ঘ্রাণ ভীষণ প্রিয়...

তোর শরীরের গন্ধ!

 

 

বোতল বন্দি করা যেত যদি?

তৈরী হতো কেবল একবার,আমার ব্যাক্তিগত ফরমাশে?

 

 

অন্তিম কালে...

সেই বোতলে ভরা তুই আমার সাথে পারি দিতি ঐহিক সময়ের শেষে...

আমার পাগলপাড়ার দেশে!

Comments