কবিতা - অঞ্জনা দে ভৌমিক


 প্রেম একটি যুক্তাক্ষর 

             

রাত শুধু বাড়ে

খোলা সিঁড়ি বেয়ে উপরে  উঠে যায় চাঁদ

ভেসে আসে কাব্য লহরী।

সামনে দাঁড়িয়ে আছে ফাঁকা দেয়াল

থাকনাসে যেমন আছে তেমনি

রাত শুধু বাড়ে 

হাজার শ্লোকে হারিয়ে পাওয়া ছায়াপথে 

রোদ পোহানো পাখিরা ক্রুশবিদ্ধ হয়

চোখ ফোটার আগে 

আঁকাবাঁকা ভিতরের অক্ষরে যত যুক্তাক্ষরের বেড়া

সুদূর মহাশূন্যে হ্যালির ধুমকেতু 

পাক খেয়ে গেলো সারাটা রাতের আকাশ।

রাত শুধু বেড়েই চলেছেপৃথিবীর বুকে,

শহরটাকে ছুঁয়ে

তো নতুন কিছু নয়!

অন্ধকার বুকের ভিতর মধ্যরাতে নেমেছে যখন বৃষ্টি 

তৃষ্ণা ঢেকেছেদেখা যায়নিশুধু ছিল অনুভবে

উদাস হাওয়ায় বাজে মৃদু ঘন্টাধ্বনি 

শোনা যায়কোথায়

কে জানেপ্রার্থনায় প্রেম কতখানি

অনন্ত আকাশে মেলেছে দুটি চোখকন্ঠে গায়ত্রী মন্ত্র

ভিতর ভিতর  তৃষ্ণা অবিরত।


Comments