কবিতা - পহেলী দে



বরফের স্যুটকেস: ৬


আবেগী নদীটা ঘুমিয়ে যাবার পর

রাতের আয়না ভেঙে বেরিয়ে গেলে তুমি

বাইরে তখন প্রচণ্ড তুফান

আমার চোখে ছিটকে পড়ে আকাশ 

বিজলীর সূতোয় পড়ে টান।

 


বৃষ্টিতে ধুয়ে যায় কান্নার দাগ

দমকা হাওয়ায় খুলে গেল বরফের স্যুটকেস 

শুভ্র হাসির ভাঁজ হতে একটি অজগর

গড়িয়ে গেল বড়পুকুরের জলে

তুমি তখনো অতিক্রম করে যাচ্ছ নির্মোহতার সিঁড়ি

আর আমি ভাঙা কাঁচের শূণ্যতা হতে

অজস্র আমি কুড়িয়ে মিলিয়ে যাই

নিজের ভেতর অনন্ত অন্ধকারে।

 


অথচ একদিন আমাদের মুষ্টিবদ্ধ হাতে 

                                  নতজানু ছিল সুদূর 

ইচ্ছে হলেই ঝড় জলের দূরত্ব ডিঙিয়ে 

নৈঃশব্দের অতল হতে তুলে নিতাম

               প্রগাঢ় প্রেম জোছনার কস্তুরী

ভালোবেসে শীত গ্রীষ্ম ফুটতো চুনকামহীন

                                আকাঙ্ক্ষার বাগানে 

আমরা তখন গোলাপ কুঁড়ি,শান্তির কবুতর 

টাটকা রোদে ফুটে থাকি আশ্চর্য জীবনের বোঁটায়,

মাছের চোখে দেখা পৃথিবীর প্রতিবিম্বে 

             আমাদের কোনো দুঃখ ফোটেনি

আমরা তখন করাতকলে সিলগালা পাখির পালকে

কেবল আকাশ আঁকার স্বপ্নে বিভোর ছিলাম।


Comments