কবিতা - উদয় সাহা



সময় ও সেতু   


হাতপাখা দিয়ে মাছিটিকে মারার পর 

মনে হল আমিও ঠিক মাছিটির মতন--

 

 

নিজের উপস্থিতি যতটা পারি গোপন রাখি    

                                         সমুদ্রের কাছে

                                   ল্যাব্রাডরের কাছে;

 

 

বাঘনখে এখন সম্মোহন জন্মায় 

কত কত বাড়ি ফেরা পেরিয়ে আসি

আয়না ভেঙে দেয় অন্ধবালকের গান... 

 

 

সাধুখাঁ, আপাতত কথা দাও --

ফুলের আলোতে শেকল পরাবে না!

 

 

অসতর্কে আবারো আঁকবো প্রিয় কিশোরীর মুখ   


Comments

Post a Comment